ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোনো নির্বাচনেই কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি সরকার: সিইসি

শিউলি শবনম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৫ মে ২০২৩ | আপডেট: ১৮:১৩, ১৫ মে ২০২৩

এখন পর্যন্ত কোনো নির্বাচনে কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি সরকার। জাতীয় নির্বাচনেও করবে না বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন বলেও মন্তব্য করেছেন সিইসি। 

পাঁচ সিটি নির্বাচনে প্রার্থীদের আচরনবিধি লঙ্ঘন, নির্বাচন কমিশনের ভূমিকা, দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতীয় পার্টির বৈঠক।

আচরনবিধি লঙ্ঘনের বিভিন্ন ঘটনার মধ্যে পাঁচ সিটিতে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আশংকা প্রকাশ করে জাতীয় পার্টি। নির্বাচন কমিশনের প্রতি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানায় দলটি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদী সিইসি। 

সিইসি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সরকারের তরফ থেকে আজ অবধি কোনও নির্বাচনে হস্তক্ষেপ পাইনি। এখন সবার দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে। প্রশাসনের যে সহায়তা এখন পর্যন্ত যা পেয়েছি, ওনারা যদি একটা নিউট্রাল অবস্থানে থাকেন, তাহলে আমাদের পক্ষে নির্বাচন ভালোভাবে করা সম্ভব হবে। ভবিষ্যতে কী হবে আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না। সরকারের ওপর আমাদের তরফ থেকে চাপটা থাকবে।’

নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনা প্রসঙ্গে সিইসি বলেন, কিছু কিছু আচরনবিধি লঙ্ঘনের ঘটনা থাকবেই। সব কিছু আমলে নেয়ার মত হবে না। ‘লোম বাছতে কম্বল উজাড় করা যাবে না।’ বলে মন্তব্য করেন তিনি।

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি