ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দ্রুত পেঁয়াজ আমদানির ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২০ মে ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

পেঁয়াজের দাম না কমানো হলে দ্রুতই আমদানির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

শনিবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বাড়ার কথাও স্বীকার করেন তিনি। 

টিপু মুনশি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে, বাজার মনিটরিং করা হচ্ছে। দু-একদিনের মধ্যে দাম না কমলে আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে। ঢাকায় ফিরে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেবেন তিনি। 

ডলারের দাম বাড়ায় আমদানি পণ্যের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তবে বৈশ্বিক বিবেচনায় নির্ধারিত দাম বাস্তবায়নে চেষ্টা করছে সরকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি