ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে গণহত্যা তদন্তের মিশনে নেতৃত্ব দিচ্ছেন ডাচ প্রাক্তন এমপি ভ্যান বোমেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২২ মে ২০২৩ | আপডেট: ১৫:৪১, ২২ মে ২০২৩

একাত্তরে সংঘটিত পাকিস্তানি নারকীয় গণহত্যার ঘটনা তদন্তে ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত বাংলাদেশে কাজ করবে একটি ইউরোপীয় প্রতিনিধিদল, যেখানে নেতৃত্ব দিচ্ছেন নেদারল্যান্ডের প্রাক্তন পার্লামেন্ট মেম্বার হ্যারি ভ্যান বোমেল। ইউরোপীয় বাংলাদেশ ফোরামের (ইবিএফ) উদ্যোগে গণহত্যা তদন্তে এই মিশন চলছে।

এই মিশনে আরও থাকছেন গণহত্যা বিষয়ক বিজ্ঞানী অ্যান্থনি হোলস্ল্যাগ (ভিইউ), রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, ব্রিটিশ ইবিএফ চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ এবং ডাচ ইবিএফ চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী সংঘটিত গণহত্যা সম্পর্কে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা এই মিশনের লক্ষ্য।

ইবিএফ এর প্রতিনিধি দলটি বাংলাদেশের ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, গণহত্যা বিষয়ক গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে সাক্ষাত করবে। এছাড়া দলের সদস্যরা রাজধানী ঢাকা ও দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামের আশেপাশের বেশ কয়েকটি গণহত্যা ক্ষেত্র ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবে।

একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যখন সবাই সোচ্চার এবং সবাই যখন বিষয়টির প্রতি মনোযোগ দিচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশে আসছে এই মিশন। 

পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত ওই মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বীকৃতির জন্য সম্প্রতি মার্কিন কংগ্রেসের দুই সদস্য মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব পেশ করেছেন। ওই প্রস্তাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই গণহত্যা নিয়ে যুক্তরাজ্যেও আলোচনা হয়েছে। প্রতিনিধি দলের নেতা ভ্যান বোমেলের মতে, “এই গণহত্যায়  ডাচদের স্বীকৃতি প্রাসঙ্গিক কারণ, তারা নেদারল্যান্ডস বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি।”

এই তথ্যানুসন্ধান মিশন তাদের অনুসন্ধান নিয়ে ডাচ সরকার ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভে উত্থাপন করবে। ইবিএফ তাদের প্রাপ্ত ফলাফল নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি