ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

‘যারা জ্বালাও পোড়াও করে, তাদের জন্যই ভিসা নীতি বেশি প্রযোজ্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২৭ মে ২০২৩

যারা জ্বালাও পোড়াও করে, তাদের জন্যই ভিসা নীতি বেশি প্রযোজ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী জানান, নতুন ভিসা নীতিতে বিদেশে টাকা পাচার কমবে। সরকার ভয় পাচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাকে ভিসা দেবে আর কাকে দেবে না, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার।

তিনি বলেন, 'আমরা চাইব এই ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ করো। কারণ যারা একবার জ্বলেছে এবং জীবিত আছে তাদের চেহারা দেখে আপনি বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও-পোড়াও চাই না।'

এসময়, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা সুবিধা ফেরত দেয়া হচ্ছে না বলেও জানান ডক্টর মোমেন। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি