ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

৫ দিনের সফরে ঢাকায় ওআইসি মহাসচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২৭ মে ২০২৩

পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা।  

শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ।  

সফরে হুসেইন ইব্রাহীম তাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
মূলত গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কনভোকেশনে অংশ নিতে বাংলাদেশে আসা ওআইসি মহাসচিব এই সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি