ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি খরচে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৩১ মে ২০২৩ | আপডেট: ২০:৩৫, ৩১ মে ২০২৩

Ekushey Television Ltd.

সরকারি খরচে বিমানে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ বিবৃতিতে জানায়, কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের অংশ হিসাবে, সরকারি খরচে বিমানে প্রথম শ্রেনিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি