ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে ট্রেন দুর্ঘটনা : বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্য ছাড়িয়েছে ২শ'র অধিক। এছাড়াও এখন পর্যন্ত প্রায় হাজারের কাছাকাছি আহতের খবর এছেছে। 

শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনে যাতায়াত করেন। এই বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।

এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের নিচে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

+ ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস আ্যাপ)।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি