ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দুদিন বৃষ্টির পর আবারো তাপ প্রবাহের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৯ জুন ২০২৩

প্রায় দুই সপ্তাহ তীব্র তাপ প্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। রাজধানীসহ সারাদেশে আগামী দুদিন বৃষ্টি থাকবে । তবে রাজশাহী ও খুলনা বিভাগে সহসা কমছে না তাপপ্রবাহ। বৃষ্টি ঝরলেও অতিরিক্ত জলীয়বাষ্পের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি থাকবে। বৃষ্টির পর আবারো তাপ প্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 

প্রায় দুই সপ্তাহের দীর্ঘ তাপ প্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি  ভারী বৃষ্টি।  স্বাস্তি ফিরেছে জনজীবনে। বৃষ্টিবিলাসে মেতেছে অনেকেই।

রাজধানীতে যাত্রাপথে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও গত কয়েকদিনের গরমে অতিষ্ট নগরবাসী খুশি। বৃষ্টি নিয়ে এসেছে আনন্দের অনুভূতি।

বৃষ্টিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি নামবে। তবে গরমের অনুভূতিতে সহসাই স্বস্তি ফিরছে না। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারনে ভ্যাপসা গরমের অনুভূতি থাকবে।

আগামী দুদিন ঢাকা, চট্রগ্রাম, সিলেট, ময়মনসিং, রংপুর, বরিশাল বিভাগে  বজ্র ও দমকা হাওয়াসহ বৃষ্টি হবে। তবে রাজশাহী ও খুলনা বিভাগে জেলাগুলোতে বৃষ্টিপাত কম থাকবে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাতিয়ায়। উপকুলীয় এলাকায় ঝড় বৃষ্টির আশংকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি