ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বাংলাদেশের বিনিয়োগ অংশীদার হতে সম্মত ডেনমার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১০ জুন ২০২৩

টেকসই উন্নয়নের জন্য, সবুজ ও পরিচ্ছন্ন প্রযুক্তি এবং বিনিয়োগে অংশীদার হতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ডেনমার্ক। শুক্রবার (৯ জুন) কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক পরামর্শে এ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন নীতি বিষয়ক স্টেট সেক্রেটারি লোটে মাচন রাজনৈতিক পরামর্শে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

বাংলাদেশে আরো বেশি ডেনমার্ক-এর বিনিয়োগের জন্য, বাংলাদেশে ব্যবসা করার সুবিধার উন্নতির ওপর গুরুত্বারোপ করেছে উভয় পক্ষ। রাজনৈতিক পরামর্শে, গত বছর দুই দেশের মধ্যে সই হওয়া টেকসই ও সবুজ কাঠামোর আওতায় ২০২৩-২০২৮ সময়ের জন্য বাংলাদেশ-ডেনমার্ক যৌথ কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডেনমার্কের ডেভেলপমেন্ট কো-অপারেশন অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট পলিসি বিষয়ক মন্ত্রী ড্যান জর্জেনসেন ১২-১৩ জুন বাংলাদেশ সফর করবেন। ঐ সময় যৌথ কর্মপরিকল্পনাটি চালু করা হবে।

ডেনমার্ক নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, সার্কুলার অর্থনীতি, টেকসই নগরায়ন, টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, মেরিটাইম, আইসিটি এবং ব্লু ইকোনমি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধে ডেনমার্কে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ, ডিজিটাল অর্থনীতি এবং স্টার্টআপ বিষয়ে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেয়।

উভয় পক্ষ, বাংলাদেশ ও ডেনমার্কের সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক, ইউক্রেনে যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন সহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে। তারা, জাতিসংঘ ও অন্যান্য ফোরামের বিভিন্ন নির্বাচনে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

রাজনৈতিক আলোচনার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড গ্লোবাল সাসটেইনেবিলিটি লিনা গ্যান্ডলোস হ্যানসেন সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি