ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

৩২ বছর পর মুক্তি পেলেন ‘জল্লাদ’ শাহজাহান

মিনালা দিবা

প্রকাশিত : ১২:৪৫, ১৮ জুন ২০২৩

৩২ বছর কারাভোগ করে অবশেষে মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ২০০১ সাল থেকে এ পর্যন্ত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। তাদের মধ্যে রয়েছে ছয়জন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি, চারজন যুদ্ধাপরাধী ও জঙ্গি নেতা বাংলাভাইসহ অন্যান্য মামলার আরও ১৪ জন।

রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

১৯৯১ সালে গ্রেফতার হওয়ার পর ৩৬টি মামলায় ১৪৩ বছরের সাজা হয় শাহজাহান ভুইয়ার। পরে ৮৭ বছরের সাজা মাফ করে তাকে ৫৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা কমে দাঁড়ায় ৪৩ বছরে।

সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে ‘জল্লাদ’ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চেষ্টা চালান চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পাওয়ার।

২০০১ সাল থেকে এ পর্যন্ত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। এর মধ্যে ছয়জন বঙ্গবন্ধু হত্যার আসামি, চারজন যুদ্ধাপরাধী, জঙ্গি নেতা বাংলাভাইসহ দুজন জেএমবি সদস্য, এরশাদ সিকদার এবং আরও ১৪ জন।

সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁওয়ে নূরুল ইসলাম নামে একজনকে ফাঁসি দিয়ে ‘জল্লাদ’ জীবনের সূচনা করেন শাহজাহান। 

এরপর কারাগারে কারও মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসলেই ডাক পড়তো তার। টানা আট বছর এই কাজ করার পর তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয় কারা কর্তৃপক্ষ।

জল্লাদ শাহজাহান ভূঁইয়ার বর্তমান বয়স ৭৩ বছর। বাড়ি নরসিংদীর পলাশ থানার ইছামতী গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি