ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আ.লীগ আমলে নির্বাচন সুষ্ঠু হয় তা প্রমাণ হয়েছে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২২ জুন ২০২৩ | আপডেট: ১৪:১৯, ২২ জুন ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আমলে স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়েই সুষ্ঠু নির্বাচন হয় তা প্রমাণ হয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আর কোন অবকাশ নেই। 

বৃহস্পতিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, যখনই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে তখনই আওয়ামী লীগ জয়ী হয়েছে। চক্রান্ত করে এ দলকে একাধিকবার পরাজিত করা হয়েছে। 

শেখ হাসিনা বলেন, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি। কক্সবাজার মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন...এই নির্বাচন নিয়ে কেউ কোনও কথা, কোনও অভিযোগ করতে পারবে না। একের পর এক নিরপেক্ষ নির্বাচনের পর এ নিয়ে দেশে বা বিদেশে কোথাও প্রশ্ন তোলার কারণ নেই বলে জানান প্রধানমন্ত্রী। 

বিএনপির আন্দোলন ও নির্বাচন সবই প্রশ্নবিদ্ধ উল্লেখ করে সরকার প্রধান বলেন, ভোট ডাকাতি করেই তাদের (বিএনপি) জন্ম, ভোট ডাকাতি করাই তাদের অভ্যাস। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং ২০০৮ সালের নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। বিপরীতে, জনগণ কখনই সন্ত্রাসী সংগঠন বিএনপিকে ভোট দেয় না কারণ, তাদের জনগণের সেবা এবং উন্নতির জন্য কাজ করার কোন আগ্রহই নেই বরং বড় ধরনের দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছানোর কাজেই ব্যস্ত ছিল।

খুনী সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে বিএনপির বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান আওয়ামী লীগ সভাপতির। তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র ধংস করাই বিএনপির লক্ষ্য।  

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি যে সন্ত্রাসী ও জঙ্গিবাদী একটি দল সেটি আমার কথা নয়; কানাডার একটি কোর্ট রায় দিয়ে এটা বলেছেন। বিএনপির সন্ত্রাসী, যারা মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও লুটপাট করেছে, তারা কানাডায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল। তখন তারা এই ঘোষণা দেয় যে বিএনপি একটি সন্ত্রাস ও জঙ্গিবাদী দল।

শেখ হাসিনা আরও বলেন, দেশে যথেষ্ট রিজার্ভ আছে। এ নিয়ে শংকা না থাকলেও বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় সবাইকে উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। 

সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি