ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আগের চেয়ে কম, তবে সড়কে ভোগান্তি আছেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২৭ জুন ২০২৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কর চন্দ্রা  ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘর মুখো মানুষের ভিড় বেড়েছে, বেড়েছে যানবাহনের চাপ। 

যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষার পর নিজ নিজ গন্তব্যে রওনা দিতে পারছেন। মঙ্গলবার সকাল থেকে ঢাকা টাংগাইল মহাসড়কের চন্দ্রাতে ইদের ঘরমখো পর্যাপ্ত যানবাহন চোখে পড়নি। যেকারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

এদিকে যানবাহন কম থাকার সুযোগে প্রায় প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। 

অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে রওনা দিচ্ছেন। চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় সকাল থেকে যানবাহনের কিছুটা ধীরগতি দেখা গেছে । তবে মহাসড়ক এখনো প্রায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত রয়েছে ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি