ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতুতে রেকর্ড ৪ কোটি ৬১ লাখ টাকার টোল আদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে মানুষ।সেতুতে গাড়ির প্রচুর চাপ লক্ষ্য করা গেছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ সহজেই গন্তব্যে যেতে পেরে বেশ খুশি। 

এক্সপ্রেসওয়েতে দক্ষিণ-পশ্চিমবঙ্গ অভিমুখে দূরপাল্লার গণপরিবহণ ও ব্যক্তিগত যানের অতিরিক্ত চাপ রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা পদ্মা সেতুতে এ যাবতকালের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। 

বুধবার সকালে সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এর আগে গত বছরের ৮ জুলাই পদ্মা সেতুতে সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল।

পদ্মা সেতু সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদ যাত্রায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও কোনো দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ যাতায়াত করতে পারছে।

তিনি আরও জানান, প্রতি ৫ সেকেন্ডে পদ্মা সেতুতে উঠছে ১৫টি যানবাহন। সে হিসাবে প্রতি মিনিটে ১৮০টি যানবাহন টোল দিয়ে সেতুতে উঠছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি