ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২৯ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আজ এখানে ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, ঈদুল আজহার পবিত্র উৎসব ত্যাগ, মমত্ব এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি দৃঢ় স্মারক হিসাবে কাজ করে।"  

তিনি আরও উল্লেখ করেছেন যে, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যেকার বন্ধন উভয় দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি জনগণের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠেছে।

মোদি দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে, ঈদের পবিত্র উৎসব দুই প্রতিবেশী দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

সূত্র: বাসস

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি