ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঈদ উদযাপনে বৃষ্টির বাগড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৯ জুন ২০২৩

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে। তবে এদিন সকাল থেকেই ঈদের খুশি বাগড়া দিয়েছে বৃষ্টি।

বৃহস্পতিবার ঈদের দিন সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে ঈদের খুশি ও পশু কোরবানিতে ব্যপক প্রভাব পড়েছে।

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, মগবাজার, শাহবাগ, বনানী ও মহাখালী এলাকায় ব্যাপক বৃষ্টি দেখা গেছে। এছাড়াও রাজধানীর প্রায় সব এলাকায়ই হালাকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কিছু কিছু রাস্তায় হাঁটু সমান পানিও দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ঢাকায় আকাশ মেঘলা থাকলেও ঈদের দিন বৃহস্পতিবার দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকায় সকালেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকাসহ ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। বরিশাল ও চট্টগ্রামসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব এলাকায় তা পরিমাণে কম।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি