ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিকেলের মধ্যেই অনেক জায়গায় বর্জ্য অপসারণ শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২৯ জুন ২০২৩ | আপডেট: ১৮:০৭, ২৯ জুন ২০২৩

Ekushey Television Ltd.

বিকেলের মধ্যেই দেশের বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 

চট্টগ্রামের অধিকাংশ জায়গা থেকে কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা।

বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের চার হাজারের বেশি কর্মী মাঠে রয়েছে। সকাল থেকেই কর্মীরা বর্জ্য অপসারণে নগরীর ৪১টি ওয়ার্ডে কাজ শুরু করে।

বর্জ্য অপসারণে ব্যবহার করা হয় সিটি কর্পোরেশনের ৩৪৫টি গাড়ি।

এদিকে বরিশালেও কোরবানী হওয়ার ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়ে কাজ চলছে। সিটি করপোরেশনের ১ হাজার পরিচ্ছন্নকর্মী এ কাজে অংশ নিয়েছে। থেমে থেকে বৃষ্টি হওয়ায় বর্জ্য অপসারণ কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে জানায় পরিচ্ছন্ন কর্মীরা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি