ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১ জুলাই ২০২৩

চলতি বছরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে শুক্রবার (৩০ জুন)। এখন নিজ নিজ দেশে ফিরবেন হাজিরা। বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে স্থানীয় সময় রোববার (২ জুন) রাতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। সোমবার (৩ জুন) ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছাবে ফ্লাইটটি।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে গেছেন। তাদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ১৫৯ ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ১১৩ ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫৩ ফ্লাইটে ২০ হাজার ২৩৬ হজযাত্রী বহন করা হয়েছে।

এদিকে হাজিদের অতিরিক্ত জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে এ তিন এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা। এছাড়া অনেক হাজি সৌদি থেকে উট, দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটিও নিষিদ্ধ করা হয়েছে। কেউ নির্দেশনা না মানলে বিমানবন্দরে লাগেজ আটকে যাবে বলেও জানানো হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি