সংশোধিত আরপিও’র গেজেট প্রকাশিত হলেই মতামত দেবে কমিশন: সিইসি
প্রকাশিত : ১৭:০২, ৫ জুলাই ২০২৩ | আপডেট: ১৭:১৪, ৫ জুলাই ২০২৩
সংসদে পাস হওয়া সংশোধিত আরপিও এখনো আইনে পরিণত হয়নি, এটা কেবল বিল আকারে অনুমোদন হয়েছে উল্লেখ্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এই আইনের মাধ্যমে ক্ষমতা খর্ব হয়েছে, নাকি বেড়েছে সেটা গেজেট প্রকাশ হলেই মতামত দেবে নির্বাচন কমিশন।
বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিরোধী দলীয় সদস্যদের তীব্র আপত্তি সত্ত্বেও মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাস হয়েছে সংসদে। যদিও আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন, এতে ইসির ক্ষমতা কমেনি। কিছু কেন্দ্রে গণ্ডগোল হলে পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়া অগণতান্ত্রিক। তাই এই সংশোধনী আনা হয়েছে।
তবে বিরোধী দলের সদস্যরা বলছেন, ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের হাতে ক্ষমতা থাকলে সমস্যা হওয়ার কথা নয়। ইসি প্রয়োজনে ক্ষমতা ব্যবহার করবে। ক্ষমতা কেড়ে নিলে প্রয়োজন হলেও ব্যবহারের সুযোগ থাকবে না।
এমএম//
আরও পড়ুন