ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত : ১৪:০৬, ১১ জুলাই ২০২৩
বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং আরও দুই নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এই বৈঠক হয়।
ঘন্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের পর্যবেক্ষক দলের প্রধান রিকার্ডো সেলেরি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক টিম পাঠাবে কিনা ইইউর’র উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মুলত তারা এসেছেন। ভোটের পরিবেশ নিয়ে নানা পক্ষের সাথে তারা কথাও বলছেন।
এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে ইইউর পর্যবেক্ষক দল। তারা তাদের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, পর্যবেক্ষক পাঠাতে চাইলে নির্বাচন কমিশনের কোনো লিমিটেশন নেই। তবে নিরপেক্ষ পর্যবেক্ষক যত খুশি তত তারা পাঠাতে পারবে।
এএইচ
আরও পড়ুন