ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

১০ টাকায় টিকেট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১৫ জুলাই ২০২৩

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের ডাক্তার  দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে বহিঃবিভাগের টিকেট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকেট কেটে ডাক্তার দেখান তিনি। 

প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় নার্স, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।

এসময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগেও চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করেছেন প্রধানমন্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি