ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ১৯ জুলাই ২০২৩ | আপডেট: ২২:৩১, ১৯ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের র্শীষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক চলছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। বৈঠকের শুরুতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাতীয় পার্টি-জেপি'র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যে তৎপরতা চলছে, সে ব্যাপারেও কথা হবে। আওয়ামী লীগ সভাপতি ১৪ দলের নেতাদের যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা তথ্য জানাবেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

কেআই//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি