ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

তিন দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২৩ জুলাই ২০২৩ | আপডেট: ০৯:৫৭, ২৩ জুলাই ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সরকারি সফরে তাঁর সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আছেন।

আজ রোববার (২৩ জুলাই) সকালে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। 

নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট সকাল ৫টা ৫ মিনিটে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে শেখ হাসিনার।

শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এই সফরে ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী ইতালীয় প্রতিষ্ঠান ইএনআই’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

তিনদিনের সফর শেষে আগামী ২৬ জুলাই সকালে ইতালি থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি