ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

অক্টোবরে যুক্তরাষ্ট্রের একটি টিম পর্যবেক্ষণে আসছে: পিটার হাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১ আগস্ট ২০২৩

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে জানান, আগামী অক্টোবরে পরিস্থিতি পর্যবেক্ষণে একটি প্রতিনিধি দল পাঠাতে চায় তার দেশ। আর রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়লগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার সকালে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তারা। 

পিটার হাস জানান, মার্কিনিরা চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, তাই পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরেই ইউএস থেকে একটি প্রতিনিধি দল আসবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশে শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক, সেটা যুক্তরাষ্ট্র চায়।

ওই সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া প্রয়োজন তবেই একটি সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব। 

হাবিবুল আউয়াল বলেন, নিয়ম নীতি অনুসরণ করেই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেয়া হবে। এর বাইরে যাওয়া সম্ভব না।

তিনি আরও বলেন, নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়া এবং পর্যবেক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

 বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ৮ জুন সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি