শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৫:৪৬, ১ আগস্ট ২০২৩
প্রধানমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না, যারা পালানোর পথ না পাওয়ার হুমকি দিচ্ছে তাদের নেতারাই বিদেশে পালিয়ে আছে।
মঙ্গলবার রাজধানিতে শোকাবহ আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বলে আমরা (আওয়ামী লীগ) পালানোর পথ পাবো না, হুমকি দেয়। তাকে স্মরণ করিয়ে দিতে চাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না, পালাইনি।’
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের পাশে থাকে, পালায় না কখনও।
শেখ হাসিনা বলেন, ২০০৭ সালে তারেক জিয়া আর কোন দিন রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তখনকার সরকার আমাকে আর দেশে ফিরে আসতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি একরকম জোর করে দেশে ফিরে এসেছি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালের দেশে আসার পর জিয়াউর রহমান আমাকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঢুকতে দেয়নি। আমি যে আমার মা-বাবা, ভাই বোনের জন্য দোয়া করব, মোনাজাত করবো সে সুযোগটাও দেয়নি। রাস্তার ওপর বসেই আমাকে আমার মা-বাবার জন্য দোয়া পড়তে হয়েছিল।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের যে কোন মানুষ তার আপনজন খুন হলে বিচার চায়, আর যারা ১৫ আগস্ট আপনজন হারিয়েছি আমাদের বিচার চাওয়ার কোনো অধিকারই ছিল না। মামলা করার অধিকার ছিল না। খুনিদের বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল।
শেখ হাসিনা বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সহনশীলতা দেখাচ্ছি। কিন্তু দেখলাম তারা আবার সেই অগ্নিসন্ত্রাস করছে। ২০০১ সালের নির্বাচনের পরে আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার করেছিল, তার একভাগ প্রতিশোধ যদি নিতাম, তাহলে তোদের হদিসই পাওয়া যেত না। আমরা তো প্রতিশোধে বিশ্বাস করিনি, ঠিক আছে যার যার দল কর। আমরা তো আওয়ামী লীগ অফিসে ঢুকতেই পারতাম না।’
বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেই জন্য আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন দলটির সভাপতি।
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
এএইচ
আরও পড়ুন