ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত ধারা সংশোধনের সিদ্ধান্ত
প্রকাশিত : ১৪:৫৬, ৭ আগস্ট ২০২৩ | আপডেট: ১৪:৫৯, ৭ আগস্ট ২০২৩
বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সংশোধন করে আসছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিতর্কিত কিছু ধারা পরিবর্তন করে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে বলে মন্ত্রিসভা বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন যে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করা হচ্ছে। সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না। তবে থাকছে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধুমাত্র জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।
এএইচ
আরও পড়ুন