ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাখির ধাক্কায় ২ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে রক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ১২ আগস্ট ২০২৩

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিমানের যাত্রীরা। শনিবার (১২ আগস্ট) দুটি এয়ারলাইন্সের উড়োজাহাজে এ ঘটনা ঘটে। 

প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের--বিজি ৩৮৮ ফ্লাইটের সঙ্গে। বিমানের একজন সিনিয়র পাইলট জানান, উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. শফিউল আজিম বলেন, প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের-বিজি ৭৩৭ ফ্লাইটের সঙ্গে। দুপুর সাড়ে ১২টার দিকে উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের চাকার সঙ্গে পাখির ধাক্কা লাগে।

এ সময় পাইলট হার্ড ব্রেক করেন। এতে করে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। এই যাত্রীদের পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে করে বিকেল সাড়ে ৩টার দিকে নেপাল থেকে আসা অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের হাঙ্গারে প্রকৌশলী দলের তত্ত্বাবধানে রয়েছে।

দ্বিতীয় ঘটনায়, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি