ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য যুক্তরাজ্যের সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ১৩ আগস্ট ২০২৩

যুক্তরাজ্য চট্টগ্রাম বিভাগে ব্যাপক বন্যায় দুর্গত জনগোষ্ঠির জন্য ৩ কোটি ৪০ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা দিবে।

বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮সহস্রাধিক মানুষের জরুরি সাহায্য হিসেবে  যুক্তরাজ্য এই সহায়তা দিবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কারিতাস বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশ’র সঙ্গে কাজ করা স্টার্ট ফান্ড বাংলাদেশ এই সহায়তা বরাদ্দ করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে জরুরি প্রয়োজনে সাড়া দিতে যুক্তরাজ্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তা প্রদান করছে। এই সহায়তা দিয়ে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত  ১৮ সহস্রাধিক বণ্যার্তের  মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং হাইজিন কিটস, আশ্রয় সামগ্রী এবং নগদ সহায়তাসহ অত্যাবশ্যকীয় ত্রান ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে।”

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি