ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাইবার হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: র‍্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৫ আগস্ট ২০২৩

সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি র‌্যাবও বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

খন্দকার মঈন বলেন, ‘সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ‘সাইবার হামলা’র হুমকি দেয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরাও কাজ করে যাচ্ছি।’

‘ভারতীয় একটি হ্যাকার গ্রুপ’ সাইবার হামলার হুমকি দিয়েছে। এ বিষয়ে র‍্যাবের কোনো তৎপরতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।’

‘আমাদের যারা আইটি এক্সপার্ট আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। আর যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে,’ বলেন, কমান্ডার খন্দকার আল মঈন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি