ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

১৪ বছরে দেশের জিডিপি বেড়েছে সাড়ে ৪ গুণ: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১৫ আগস্ট ২০২৩

১৪ বছরে দেশের জিডিপি সাড়ে ৪ গুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে। জিডিপি ১০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৪ বিলিয়ন ডলারে। যা ২০০৯ সালের তুলনায় সাড়ে ৪ গুণেরও বেশি।

মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা নগরীর রামঘাটস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি জাগ্রত ইতিহাস। বঙ্গবন্ধুর সারাজীবন ছিল ইতিহাসে ঘেরা। যতদিন এই দেশ থাকবে বঙ্গবন্ধু তার কর্মের গুণে বাঙালিদের মাঝে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, বর্তমানে মাথাপিছু আয় ৬৯৬ ডলার থেকে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়ে প্রায় দুই হাজার ৭০০ ডলার হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, সহ- সভাপতি গোলাম সারোয়ার, দপ্তর সম্পাদক শহিদুল্লাহ প্রমুখ।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি