ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বিশ্বনেতাদের প্রতি নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২৯ আগস্ট ২০২৩ | আপডেট: ১৭:৪১, ২৯ আগস্ট ২০২৩

বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানান। 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে রোববার তিনি দেশে ফিরেছেন। 

প্রধানমন্ত্রী বলেন, ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এ সময় বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। 

কেআই//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি