ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ২৯ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

দেশের তিন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমকে দিনাজপুরের এডিসি, মাগুরা মহম্মদপুরের ইউএনও রামানন্দ পালকে বগুড়ার এডিসি, সিরাজগঞ্জের তাড়াশের ইউএনও মো. মেজবাউল করিমকে বগুড়ার এডিসি করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউএনও মো. আব্দুল আউয়ালকে গাইবান্ধার এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাকে তার নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

28-08-23-PM_PMO-1কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি