ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাকা-নারিতা ফ্লাইট চালু হচ্ছে কাল, ছয় ঘণ্টায় জাপান (ভিডিও)

মুহাম্মদ নূরন নবী

প্রকাশিত : ১০:৫১, ৩১ আগস্ট ২০২৩

ঢাকা-নারিতা ফ্লাইট চালু হচ্ছে শুক্রবার। সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাত্র ছয় ঘন্টায় পৌছানো যাবে জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী বিমানবন্দর নারিতায়। সম্ভাবনাময় এই রুটে বিমান চলাচলে শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, দুই দেশের মানুষের সম্পর্ককেও নিবিড় করবে। 

লাল-সবুজ পতাকাবাহী বিমান চলাচল করবে লাল-সাদা পতাকার দেশে। বায়ান্ন বছরের পথ চলা সূর্যোদয়ের দেশ জাপানের সাথে। পরীক্ষিত বন্ধু, এক সময়ের উন্নয়ন সহযোগী এখনকার কৌশলগত অংশীদার। যতটা সম্ভব যোগাযোগ সহজ করতে চায় দুই দেশ। 

বাংলাদেশে কাজ করছে সাড়ে তিনশ’ জাপানি প্রতিষ্ঠান। জাপানের অর্থনৈতিক অঞ্চল বলে পরিচিত নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনেক প্রতিষ্ঠানের বিনিয়োগ আসবে। আবার, জাপানে পড়াশোনা করছে বাংলাদেশ, নেপাল ও ভুটানের হাজার হাজার শিক্ষার্থী। তাই এমন উদ্যোগ আরও সম্ভাবনাময় হয়ে উঠছে বলে মনে করে বিমান। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সফিউল আজিম বলেন, “সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ঢাকা-নারিতা ফ্লাইট শুরু হবে। সুতরাং এটি শুধুমাত্র বিমানের যোগাযোগের সম্পর্কই নয়, এটি অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক, বিনিয়োগের ক্ষেত্রে, এটি টেকনোলজির কাজ করার ক্ষেত্রে, এটি জ্ঞান-বিজ্ঞান পড়া-লেখা সংস্কৃতি- সব কিছুর বিনিময়। মাত্র ৬ ঘণ্টা ১৫ মিনিটে ঢাকা থেকে নারিতায় পৌঁছে দিবে। যে বিমানটি ব্যবহার করা হবে সেটি সর্বাধুনিক বোয়িং।”

এই বিমান সেবা চালুর খবরে উচ্ছ্বসিত জাপানীরাও। মাত্র ছয় ঘন্টায় যাতায়াতের এই সুযোগ দুই দেশের সবধরনের লেনদেন আরও সহজ করবে বলেই মনে করে তারা। 

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন-জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো বলেন, “২০০৮ সালে এটা বন্ধ হয়ে যায়। বাঙ্কো হয়ে আমাদের আসতে হয়েছে। এবার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।”

কার্গো সুবিধায় ব্যবসা-বাণিজ্যের সুযোগ নিতে পারবেন আমদানী ও রপ্তানিকারকরা। এছাড়া নিজ নিজ দেশের নিজস্ব সংস্কৃতির খাবার ও পানীয় গ্রহণের নিশ্চয়তা থাকবে এই বিমান সেবায়। 

মো. সফিউল আজিম বলেন, “সোমবার, বুধবার এবং শুক্রবার ঢাকা থেকে নারিতায় ছেড়ে যাবে এবং নারিতা থেকে ঢাকায় আসবে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার।”

ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮শ’ ২৮ টাকা এবং ফিরতি টিকেটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬শ’ ৫৬ টাকা। তবে, বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্যহ্রাস সুবিধা ভোগ করবেন এই রুটের যাত্রীরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি