ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে: ইসি প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২ সেপ্টেম্বর ২০২৩

জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

আজ শনিবার সকালে  জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইনের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে।

এসময় তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সততা ও সাহস প্রয়োজন। নির্বাচন খুব সহজ কাজ নয়। নির্বাচনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। কাজেই প্রস্তুতি প্রয়োজন। যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের প্রশিক্ষণে উপযুক্ত করা। নয় লক্ষাধিক নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হবেন। ভোটকেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। রিটার্নিং অফিসারের যে দায়িত্ব ও ক্ষমতা, আমি বলবো বর্ধিত করা হয়েছে এবং দায়িত্বপূর্ণ করা হয়েছে। 

ইসি প্রধান আরও জানান, জনগণ যেখানে সত্যিকার অর্থে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আমি আপনাদের বলব, প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করবেন। কোনরকম সংশয় রেখে এখান থেকে বিদায় নেবেন না।

তিনি বলেন, নির্বাচন কোনো সহজ কর্ম নয়। আমাদের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি সর্বোচ্চ ধাপে পৌঁছায়নি। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে নির্বাচন নিয়ে হা-হুতাশ করতে হয় না।

এর আগে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ২০২৪ সালের গোড়ার দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবার জাতীয় নির্বাচন যেহেতু ব্যালট পেপারে হবে তাই চ্যালেঞ্জও থাকবে বেশি।

সুষ্ঠু ও ঝুঁকিমুক্ত ভোট গ্রহণ করতে নির্বাচনী আইন কানুন ভালোমতো জেনে নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন নির্বাচন কমিশনারগণ।

মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে প্রথম ধাপে ৩ হাজার ২০০ জন নির্বাচনী কর্মকর্তাকে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

এসময় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি