ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দেড় বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ সংক্রান্ত সংশোধনী প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত দেড় বছর মেয়াদে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো।

তবে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি