ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঢাকা সফর করবেন ১০ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ০৮:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১০ সেপ্টেম্বর ঢাকা সফরে আসবেন। তার এই সফরকে, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (৪ সেপ্টেম্বর) ইমানুয়েল ম্যাক্রোঁ’র ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের সরকার।

ফ্রান্স এর পক্ষ থেকে এক বিবৃতিতে বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছে, যেটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তার অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে চাইছে। বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় দারুণ একতা দেখায়। বিশেষ করে, প্যারিস এজেন্ডা ফর পিপলস অ্যান্ড দ্য প্ল্যানেট-এর পরিকাঠামোর মধ্যে এই ঐক্য প্রতিফলিত হয়। এই পরিকাঠামো-কে বাংলাদেশ সক্রিয়ভাবে সমর্থন করে।”

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ; তাই ম্যাক্রোঁ তার মানবিক ফ্রন্টে; বিশেষ করে নিয়মিত বন্যার মুখে; বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ফ্রান্সের দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করবেন। বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে বা রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তার মাধ্যমে আন্তর্জাতিক সংহতি ক্রিয়াকলাপের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশ; উল্লেখ করা হয় বিবৃতিতে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন। এরপর ১০ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন তিনি।

এদিকে, বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত সপ্তাহে বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সফরের সময় জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া, বাংলাদেশ ও ফ্রান্স, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি