ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাত্মা গান্ধীর প্রতি শেখ হাসিনাসহ বিশ্ব নেতাদের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১২:১১, ১০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

জি২০ সম্মেলনের দ্বিতীয় দিন রোববার সকালে ভারতের দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার পাশাপাশি গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে যান সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা।

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়, রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে আসা জি২০ জোটভুক্ত দেশ এবং অন্যান্য দেশ ও সংস্থার নেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাদের খাদি শাল পরিয়ে দেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্য নেতাদের সঙ্গে নিয়ে ফুলের তোড়া দিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী জি২০ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের অংশ হিসেবে শুক্রবার ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার।

পরের দিন শনিবার বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে জি২০ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর। সে সময় বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সরকারপ্রধান।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি