ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি নিয়ে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, তফসিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন।

সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু; নভেম্বরে হবে তফসিল ঘোষণা। এর আগেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে সতর্ক করলেন সিইসি।  প্রধান নির্বাচন কমিশনার বলেন, তফফিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন। 

সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসক ক্ষমতাসীন দলকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে  মন্ত্রী পরিষদে চিঠি দেয় ইসি। 

এ প্রসঙ্গে সিইসি জানান, সম্প্রতি জামালপুরের ডিসি প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করার পর সেই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করার জন্যও বলা হয়েছে। নির্বাচন, জনগণ, ইসি ও সরকারের আস্থার স্বার্থে এটা করা হয়েছে।

এদিকে প্রার্থীদের আচরণবিধি লংঘনের বিষয়ে সিইসি বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা দেখা হবে তফসিল ঘোষণার পর। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে থাকবো। কোনোভাবেই চাইবো না, কোনও জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলকভাবে প্রতিফলিত হোক। কারো আচরণ পক্ষপাতমূলক হলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি হয়ে যাওয়া সংলাপ ইতিবাচক হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি