ডেঙ্গুর চিকিৎসায় ভারত থেকে ৫৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি
প্রকাশিত : ১১:০০, ২২ সেপ্টেম্বর ২০২৩
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুইদিনে প্রায় ৫৩ হাজার ব্যাগ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি করা হয়েছে।
স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।
যার ধারাবাহিকতায় আমদানি করা হয় এসব স্যালাইন।
প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমাণ বাড়তে পারে। স্যালাইন আমদানিকারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মুল্যে মানুষ ক্রয় করতে পারবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল গতকাল জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করনের সহযোগীতা করছে বন্দর কর্তৃপক্ষ।
সূত্র: বাসস
এসবি/
আরও পড়ুন