ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

`আগামী জাতীয় নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি পর্যবেক্ষক কে আসলো আর কে গেলো, সেটি দেখার বিষয় নয়। দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার কাজ চলছে, সেটি করছে ইলেকশন কমিশন।

তিনি শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তাই নির্বাচনকালে প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন হবে।

তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে, এটি সরকারের একটি বড় সাফল্য।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার আসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি