ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর আগমনে ওয়াশিংটনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কাজী ইফতেখারুল আলম, যুক্তরাষ্ট্র থেকে 

প্রকাশিত : ০৮:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন। তিনি রিচ কাটন হোটেলে অবস্থান করছেন। টাইসন কর্নার ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর অবস্থান করা হোটেলের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শান্তি সমাবেশ করেছেন।

এসময় নেত্রীর আগমন উপলক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন নেতাকর্মীরা। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক মহিলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।

সফর শেষ করে প্রধানমন্ত্রী ৪ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি