ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর’

কাজী ইফতেখারুল আলম তারেক, যুক্তরাষ্ট্র থেকে 

প্রকাশিত : ০৯:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১০:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস মুন লাইট গ্রিল রেস্টুরেন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি।

সভা সঞ্চালনা করেন সেক্টরস কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি লাবলু আনসারী।  

এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদের মিয়া। 

বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক, নুরুল আমিন শাহীন, ফারহানা ইলিয়াস, আমিনুল ইসলাম, আব্দুল হান্নান। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি  ড. মশিউর মালেক বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে তবে এই ষড়যন্ত্র নতুন নয়, এ দেশের জন্মের সময় ষড়যন্ত্র হয়েছে, পুরনো প্রেতাত্মারা আবার সক্রিয় হয়েছে। এদের রুখে দিতে হবে। তাই সবাইকে গুজবের বিরুদ্ধে সক্রিয় থাকার আহ্বান করেন। 

পররাষ্ট্র মন্ত্রী এ কে এ মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কিছু লোক দেশের উন্নয়ন দেখে গাত্রদাহ হয়। তাই গুজব ছড়ায়। 

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী অংশীদার উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগে আমাদের সঙ্গে জড়িত। তারা চায় আমাদের সম্পর্ককে আরো বেগবান করতে।

মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি অনন্য উচ্চতা নিয়ে গেছেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছেন বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়ন করে বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেল এ পরিণত করেছেন। 

নিউ ইয়র্ক আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সরকারের এ সাফল্য দেখে জামাত-বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ও প্রধানমন্ত্রী নির্বাচন করা আমাদের দায়িত্ব। তাই আমি সকলের প্রতি অনুরোধ করছি আপনারা সর্বাত্মক সহযোগিতা করে আগামী নির্বাচনে কাজ করতে হবে। 

বক্তব্য রাখেন, সাংবাদিক লাবলু আনসারী, শহীদুল্লাহ ওসমান, কবি ও লেখক ফকির ইলিয়াস, সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন জয়, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি এডভোকেট আব্দুল খালেক মিয়া, 

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক লাবলু আনসারী, কনস্যুলেট মোহাম্মদ নাসির, মাহফুজুর রহমান দুলাল, মোহাম্মদ মুরাদ, জাফর, 

উল্লেখ্য, জাতিসংঘের ৭৮ তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। এসময় তিনি গত ২২ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।

কেআই/এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি