ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশি পর্যবেক্ষকদের জন্য ইসির সংশোধিত নীতিমালা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক বা সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তিপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার এই নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নীতিমালায় বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক বা সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তিপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে ওই সংস্থাকে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হতে হবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত মাসে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ২০১৮ সালের নীতিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু করে।

এদিকে, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিতে হবে ভোটের দিন থেকে ৩০ দিনের মধ্যে। ইমেইলের মাধ্যমে বা প্রিন্ট করা কপি নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দেয়া যাবে।

নীতিমালা অনুযায়ী, এই প্রতিবেদন হতে হবে প্রাক-নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী তথ্যের ভিত্তিতে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিশ্চিত করতে হবে যে, তাদের পর্যবেক্ষণ নিরপেক্ষ, উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ এবং এর সর্বোচ্চ মান সম্পন্ন।

এছাড়াও বিদেশি পর্যবেক্ষকরা অস্থায়ীভাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণ আমদানি বা আনতে পারবেন। এজন্য প্রয়োজনীয় সহায়তা দেবে জাতীয় রাজস্ব বোর্ড। শুল্ক অব্যাহতির জন্য দাখিল করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। নির্বাচনের পর তারা তাদের যন্ত্রপাতি বা উপকরণ নিয়ে যেতে পারবেন।

সম্প্রতি নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানান, আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আরও ১৫০ টির বেশি দেশি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করেছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি