ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনে বাধা সৃষ্টিকারী যেকারও ওপরই ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী যেকোনো বাংলাদেশীর ওপরই ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় বৃহস্পতিবার পররাষ্ট্রদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান মুখপাত্র ম্যাথু মিলার। বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন- যুক্তরাষ্ট্র এরইমধ্যে গনতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিচ্ছে এমন- সরকারি ও বিরোধীদলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলাবাহিনাীর সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে। নীতি অনুযায়ী - অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে এমন যেকোন ব্যক্তি ভিসা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত বলে জানান তিনি।

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি