ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়টি আজই নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১ অক্টোবর ২০২৩

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন আজকের মধ্যেই নিষ্পত্তি করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে নির্বাহী আদেশে যদি বাইরে যান সেক্ষেত্রে আইনী প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে বলে জানান তিনি।

রোববার দুপুরে বিচার প্রসাশন প্রশিক্ষন ইন্সটিটিউশন এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।  

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে যা বলেছেন সেটাই আইন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। 

তিনি আরও বলেন, আজকের মধ্যেই এ বিষয়ে সচিবালয়ে গিয়ে মতামত পাঠিয়ে দেবো। 

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি