ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার ঢাকায় এসেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার দু’দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তিনি দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং কনস্যুলার কার্যক্রম পরিদর্শন করবেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, ‘তার সফর বিদেশী মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর এবং টেকসই প্রতিশ্রুতির গুরুত্বকে তুলে ধরে।’

মার্কিন কর্মকর্তার কনস্যুলার বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

সূত্র: বাসস

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি