ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তথ্য অধিকার আইনে পল্লী বিদ্যুতের ডিজিএমকে ১ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ৪ অক্টোবর ২০২৩

তথ্য সরবরাহে বিলম্ব এবং তথ্য অধিকার আইনের প্রয়োগ বাঁধাগ্রস্ত করায় পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম এবং এক ইউনিয়ন পরিষদ সচিবকে তথ্য অধিকার আইনে জরিমানা ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।

আজ বুধবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণপূর্বক এই আদেশ প্রদান করেন।

আদেশে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তারাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম-কে এক হাজার টাকা জরিমানা এবং তথ্য অধিকার আইনে চাহিত তথ্য না দেওয়ায় ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। 

তথ্য কমিশনে শুনানীতে প্রমাণিত হয় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তারাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য প্রদানে বিলম্ব এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্ত করেছেন। অপরদিকে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের সচিব জেনে বুঝে তথ্য সরবরাহে গরিমসি করে আবেদনকারীর চাহিত তথ্য দেননি। শুনানী শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে একজনকে জরিমানা এবং একজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। 

উল্লেখ্য, তথ্য কমিশনে আজ ১২ টি অভিযোগের শুনানী করে ৯ টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। বাসস

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি