ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সুষ্ঠু নির্বাচন সরকারের সহযোগিতার উপর নির্ভর করবে: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৫:১৫, ৭ অক্টোবর ২০২৩

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার উপর ইসিকে নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

সিইসি বলেন, সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে আমাদের। জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের সম্পর্কটা সুদৃঢ় করে নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল কীভাবে উঠে আসবে সেটা নিয়েও আলোচনা করা হবে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কমিশনের সমন্বয় দরকার। সমন্বয় কীভাবে সুদৃঢ় ও সহজ হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

কর্মকর্তাদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনাদের অভিজ্ঞতা শুনতে চাইব, বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে। কতটা ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা করব।

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের আন্তরিকতার ঘাটতি থাকবে না বলেও জানান সিইসি। তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেই লক্ষ্যে আমাদের প্রয়াসের কোনো রকম ঘাটতি থাকবে না। আমাদের আন্তরিকতায় বিন্দুমাত্র ঘাটতি থাকবে না।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি