ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেনে চড়ে ভাঙ্গায় পৌঁছালেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১০ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর দুইটায় ভাঙ্গায় পৌঁছান তিনি। 

এর আগে বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর নিজ হাতে টিকিট কাটেন প্রধানমন্ত্রী এবং ভাঙ্গার উদ্দেশ্যে ট্রেনে উঠেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাসহ সরকারের পদস্থ কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর ট্রেনটি যখন শরীয়তপুরের নাওডোবা অংশে পৌঁছায় তখন হাজারও মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় অপেক্ষমাণ মানুষেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত নেড়ে অভিনন্দন জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

ভাঙ্গার রাজেন্দ্র কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এরপর আওয়ামী লীগ আয়োজিত ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় যোগ দেবেন সরকার প্রধান। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সভাস্থলে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব ফরিদপুরে। সড়ক গেট, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। 

এরপর বিকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি