ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র দেয় নিষেধাজ্ঞা, সাহায্যের হাত বাড়িয়ে দেয় চীন: রাষ্ট্রদূত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ১১ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৩:০৪, ১১ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয় আর চীন বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

বুধবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চীনের উপহার সামগ্রী ডেঙ্গু পরীক্ষার কীট হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের সাথে বাংলাদেশের সর্ম্পক বন্ধুত্বপূর্ণ, তাই বাংলাদেশকে সব ধরণের সহযোগীতা অব্যাহত রেখেছে চীন। চীনের অনেক ব্যবসায়ী বিনিয়োগ করছে। বাংলাদেশকে সব বিষয়ে সহযোগীতা করছে চীন সরকার বলেও উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু পরীক্ষার কীট দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান হাসপাতালটির চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

এসময় চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি