ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাজার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় মন্ত্রীর ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৮ অক্টোবর ২০২৩ | আপডেট: ২১:০৫, ১৮ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বাজার নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ক্ষোভ জানিয়েছে আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র যাতে ঢুকতে না পারে সেজন্য বর্ডার গার্ডসহ সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার সবিচালয়ে স্বরাষ্ট্র আইন শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত। যোগদেন বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ আইন শৃংখলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য নিদের্শনা দেয়া ছিল কিন্তু সেটি কার্যকর হয়নি। মধ্যস্বত্তভোগীদের কারণে দাম বেশি বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। 

মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের যেসব সংস্থা আছে, তারা যাতে মনিটরিং করে, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, দেশে হুন্ডির মাধ্যমে লেনদেন উদ্বেগজনকভাবে বেড়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশে যেন কোনও অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দেশের কিছু এনজিও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি মন্তব্য করে তিনি বলেন, রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফেরত না যায়, এ জন্য গোপনে কিছু এনজিও কাজ করছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি